এবার চোরের চরিত্রে তৌসিফ

ইসমাইল পেশায় একজন চোর। শুধু পেশায় বললে ভুল হবে, পারিবারিক ঐতিহ্য রক্ষা করতে চুরিটাকে পেশা আর নেশা হিসেবে নিয়েছেন তিনি। এমনই এক বংশীয় চোরের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা তৌসিফ মাহবুব। নাটকটির নাম ‘ফিটিং ইসমাইল’। তৌসিফের বিপরীতে আছেন কেয়া পায়েল। বিউটি চরিত্রে দেখা যাবে পায়েলকে। যিনি ইসমাইলের এই চুরির পেশাকে একদমই মেনে নিতে চান না।

ইব্রাহীম চৌধুরী আকিব ও মজুমদার শিমুলের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম। নাটকটি নিয়ে নির্মাতা তৌফিকুল জানান, ‘নাটকটির গল্প চোর ও চুরি নিয়ে। তবে এতে বেশ পজিটিভ বার্তা রয়েছে। যেটা নাটকটি দেখলে বুঝতে পারবেন দর্শকরা। এতে চোরের চরিত্রে তৌসিফ মাহবুব অনবদ্য অভিনয় করেছেন। কেয়া পায়েলও দারুণ ছিলেন। কারণ, গল্পটা চোরের হলেও দিনশেষে এটা প্রেমেরও।’

ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে নাটকটি, যা সিএমভির ইউটিউব চ্যানেলে দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *