ডেঙ্গু আক্রান্ত আরও ১০ জন হাসপাতালে ভর্তি

এডিস মশাবাহিত সংক্রমণ অব্যাহত রয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন করে তিনজন এবং ঢাকার বাইরে সাতজন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগে সোমবার (১৩ ফেব্রুয়ারি) ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জন হাসপাতালে ভর্তি হন।

বর্তমানে সারা দেশে মোট ৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৫ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ২১ জন।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৬৭৩ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩১৮ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৩৫৫ জন।

একই সময়ে সারা দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৬২৯ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ২৯৮ জন, ঢাকার বাইরে সারা দেশে ৩৩১ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮ জনের মৃত্যু হয়েছে।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *