ভূমিকম্পে ২৪ ঘণ্টায় দুই দফা কাঁপল রোমানিয়া

ইউরোপের দেশ রোমানিয়ায় ২৪ ঘণ্টার মধ্যে পর পর দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানায়, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৩টা ১৬ মিনিটে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে।

রোমানিয়ার ন্যাশনাল আর্থ ফিজিক্স ইন্সটিটিউটের প্রাপ্ত ডাটা থেকে জানা যায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল দ্রোবেতা-তুরনু সেভেরিনের ৫৬ কিলোমিটার উত্তর-পূর্বে গর্জ কাউন্টিতে। এর গভীরতা ছিল ৪০ কিলোমিটার।  

রাজধানী বুখারেস্ট এবং উত্তরাঞ্চলীয় শহর ক্লুজে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায়, সুপারমার্কেটের পণ্যগুলো ভূমিকম্পের সময় তাক থেকে পড়ে যাচ্ছে।  

গর্জ কাউন্টির স্থানীয় জরুরি কর্তৃপক্ষ মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, তারা ভূমিকম্প সংক্রান্ত কোনো সতর্কতা পায়নি এবং কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরও পাওয়া যায়নি।   

রোমানিয়ার ওলতেনিয়া অঞ্চলে ২৪ ঘণ্টার মধ্যে এটি ছিল দ্বিতীয় ভূমিকম্প। এর আগে সোমবার (১৩ ফেব্রুয়ারি) গর্জ কাউন্টিতে ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্পের খবর পাওয়া গেছে। 

দুটি ভূমিকম্পের পরই ৩ মাত্রার আফটারশক হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *