
র্যাব-১০ এর অভিযানে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও কোতয়ালী এলাকা হতে পাঁচজন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা এলাকায় অভিযান চালিয়ে ৪ ছিনতাইকারীকে আটক করে।
আটককৃতরা হলো মো. আদর (২৩), মো. সাগর (২২), মো. রাকিব (২০) ও মো. তারেক (২১)। অভিযানে তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু, তিনটি ছুরি ও দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।একই দিনে র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কোতয়ালী এলাকায় অপর একটি অভিযান চালিয়ে আরও এক ছিনতাইকারীকে আটক করে। আটককৃত ব্যক্তির নাম মো. দিদারুল মেলকার (১৯)। এসময় তার নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়।
র্যাব-১০ এর অভিযানে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও কোতয়ালী এলাকা হতে পাঁচজন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা এলাকায় অভিযান চালিয়ে ৪ ছিনতাইকারীকে আটক করে।
আটককৃতরা হলো মো. আদর (২৩), মো. সাগর (২২), মো. রাকিব (২০) ও মো. তারেক (২১)। অভিযানে তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু, তিনটি ছুরি ও দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।একই দিনে র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কোতয়ালী এলাকায় অপর একটি অভিযান চালিয়ে আরও এক ছিনতাইকারীকে আটক করে। আটককৃত ব্যক্তির নাম মো. দিদারুল মেলকার (১৯)। এসময় তার নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়।