ভারতীয় সিনেমা আমদানির পথ খুলছে

ভারতের সিনেমা বাংলাদেশে আমদানির পথ খুলতে যাচ্ছে। সিনেমা সংশ্লিষ্ট সব সংগঠনের মোর্চা সম্মিলিত চলচ্চিত্র পরিষদের প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে হিন্দি সিনেমা আমদানির অনুমতি দিতে যাচ্ছে সরকার।

রোববার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ ভারতের চলচ্চিত্র আমদানির বিষয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদকে লিখিত প্রস্তাব দেয়।

প্রস্তাবে পরীক্ষামূলকভাবে দুই বছরের জন্য ভারতীয় সিনেমা আমদানির অনুমতি দেয়ার কথা বলেছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ।

অনুমতি মিললে প্রথম বছর ১০টি এবং পরের বছর ৮টি ভারতীয় সিনেমা আমদানির প্রস্তাব রেখেছে এই মোর্চা। সিনেমা হলে বছরের ৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ২০ সপ্তাহ আমদানির সিনেমা প্রদর্শনের সুযোগ দেয়ার দাবি জানিয়েছে তারা।

পরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘শিল্পী সমিতি, পরিচালক সমিতি, প্রযোজক সমিতি, প্রদর্শক সমিতি, পরিবেশক সমিতিসহ সবাই এ ব্যাপারে একমত হয়েছে। সুতরাং এ ব্যাপারে পদক্ষেপ নিতে আর কোনো অসুবিধা নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *