পর্দায় আসছে না বলা গল্পের ছবি

১৯৮৮ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় চট্টগ্রামে গণহত্যা ঘটে। সেই আন্দোলনে একটি ছেলে গুলিবিদ্ধ হয়েছিল। পরে সে কোমায় চলে যায়। ছেলেটি যখন বাঁচবে না নিশ্চিত হয়ে যায়, তখন ছেলেটির বাবা তার নিজের জীবনের কিছু গোপন ঘটনা পরিবারকে জানানোর সিদ্ধান্ত নেন। সেই গোপন কিংবা না বলা গল্পগুলো নিয়েই ছবির গল্প। নাম ‘একটি না বলা গল্প’।

বিশ্বজিৎ চৌধুরীর কাহিনি অবলম্বনে পঙ্কজ পালিতের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে ছবিটি। সরকারি অনুদানের এই সিনেমার পোস্টার প্রকাশিত হবে আজ। সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান ও রুনা খান।

নির্মাতা জানান, ছবিতে এক দিন সন্ধ্যায় গল্পটি শুরু হয়। যদিও ছবিতে দুটি সময়ের গল্প দেখানো হবে। তবে গল্পের টুইস্ট হচ্ছে ছেলেটির বাবা। যিনি মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযুদ্ধের সনদ জোগাড় করে সব সুযোগ-সুবিধা ভোগ করতে থাকেন। তার স্বীকারোক্তি এবং অনুতপ্ত হওয়ার মধ্য দিয়ে ছবির গল্প ঘুরে যায়।

নির্মাতা আরও বলেন, ‘ছবিটি প্রসঙ্গে দর্শককে বলব, এটি ইতিহাসের একটি অংশ। তাদের তা দেখা উচিত।’

ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। সিনেমাটি প্রসঙ্গে তিনি বলেন, এটি তার অভিনীত সরকারি অনুদানপ্রাপ্ত পঞ্চম সিনেমা। সেখানে আরিফা চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। গল্পে দুই চরিত্র আরিফা ও মমিনুলের না বলা গল্পকে নিয়েই এগিয়েছে এই সিনেমা। সমান্তরালভাবে দুটি সময়ের গল্প দেখানো হয়েছে এতে। একটি গল্প শুরু হয়েছে ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এবং শেষ হয়েছে ১৯৮৮ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে। কাজটি অনেক সুন্দর হয়েছে। তিনি আশা করেন, দর্শকের সিনেমাটি ভালো লাগবে।

সিনেমাটিতে অভিনেতা রওনক হাসানকে দেখা যাবে মমিনুল চরিত্রে। এ ছাড়া এতে অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, মোমেনা চৌধুরী, আহসানুল হক মিনু, আরিফ হক, রাকিব হোসাইন ঈভন ও নাঈমা আনজুম মুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *