
স্টাফ রিপোর্টার,কেশবপুর (যশোর)
যশোরের কেশবপুরে বৃহ¯পতিবার ভোর রাতে একাধিক দোকানে চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, চোরেরা শহরের আমির হোসেন মার্কেটের আব্দুর রশিদের নাসরিন টেলিকম থেকে ৩ লাখ ৮ হাজার টাকা, চয়ন মিত্রের একাত্তর টেলিকম থেকে প্রায় ৩০ হাজার টাকা, সতজিতের রংধনু ভিডিও থেকে ৫ হাজার ৭শ’ টাকা ও ভিগো শো-রুমের সাটারের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে ক্যাশবাক্স থেকে আনুমানিক ৩০ হাজার টাকা চুরি করে। এছাড়া চোরেরা মাই ওয়ান শো-রুমের সাটার বেকিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেছে।
শহরের ভিগো শো-রুমের পরিচালক হাসানুর রহমান বলেন, ‘রাত ৪টা থেকে সাড়ে ৪টার ভেতরে শো-রুমের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে ক্যাশ বাক্স থেকে আনুমানিক ৩০ হাজার টাকা চুরি করেছে। অন্য মালামাল চুরির বিষয়টি এখনো বোঝা যাচ্ছে না।’ ঘটনা উল্লেখ করে তিনি থানায় অভিযোগ করবেন বলে জানান। #