পুরো ট্রেনই যখন হোটেল

যাতায়াতের জন্য ট্রেনের চেয়ে আরামদায়ক বাহন খুব বেশি নেই। ট্রেন ব্যবহৃত হয় যাতায়াতের মাধ্যম হিসেবে। অন্যদিকে হোটেলে আমরা সাধারণত রাত্রিযাপন করি। তবে বিশ্বে এমন এক হোটেল রয়েছে যা একইসঙ্গে ভ্রমণ এবং রাত্রিযাপনের সেবা দেয়। অর্থাৎ পুরো ট্রেনটাই হোটেল!

এমন এক আশ্চর্য হোটেলের দেখা মিলবে দক্ষিণ আফ্রিকাতে। আফ্রিকার মুজাম্বিক সীমান্তে অবস্থিত অন্যতম বিখ্যাত পার্ক ক্রুগার ন্যাশনাল পার্ক। দারুণ জনপ্রিয় এই পার্ক! এই পার্ক দেখতে ভ্রমণপিপাসুদের ভিড় লেগেই থাকে। এই পার্কের ভেতর রয়েছে বিশাল অরণ্য। বয়ে চলেছে নদী। নদী আগের মতো না থাকলেও এর বুকের উপর রয়েছে সেতু। নদী থেকে যার উচ্চতা ১০০ ফুট। রেললাইনের সর্বশেষ স্টপেজ হলো এই সেতু।

মজার ব্যাপার হলো সেলাটি থেকে ক্রুগার রুটে চলাচল করা একটিমাত্র ট্রেন হোটেল হিসেবেও সেবা দেয়। এক সময় এই অঞ্চল বিখ্যাত ছিল স্বর্ণের জন্য। ফলে শ্রমিক ও সরঞ্জাম পরিবহনের জন্য ১৮৯২ সালে বানানো হয় রেলপথ। ১৯১২ সালে স্বর্ণ খনি বন্ধ হয়ে যাওয়ার ফলে বন্ধ হয়ে যায় রেল চলাচল। অরণ্যঘেরা অঞ্চল হওয়ায় এখানে যাত্রী চলাচল ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *