
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কিছু হলে ক্ষমতাসীনদের কারও অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি বলেন,
খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন মির্জা আব্বাস।
তিনি বলেন, খালেদা জিয়াকে ৩৬ ঘণ্টার মধ্যে বিদেশে না পাঠালে, তার কিছু হলে পরিণতি শুভ হবে না।
তিনি বলেন, গত ৯ আগস্ট থেকে খালেদা জিয়া অসুস্থ অবস্থায় বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বলেছেন, তার অবস্থা সংকটাপন্ন। লিভার প্রতিস্থাপনের জন্য তাকে দ্রুত বিদেশে পাঠানো জরুরি।
তিনি বলেন, আসলে উনাকে গ্রেফতার করে অসুস্থ করে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হবে এটাই ছিল তাদের প্ল্যান। সেই প্ল্যান এখন কার্যকর করছে। আর না হলে কিভাবে অমানুষের মতো, অমানবিকতার মতো একটা কথা বলেন, যে, খালেদা জিয়াকে বাইরে পাঠানোর কোনো সুযোগ নাই… আইনের জটিলতা আছে।
তিনি বলেন, একটা মানুষের জীবন বাঁচাতে পৃথিবীর কোনো আইন কাজে লাগে না। যখন জীবন বাঁচানোর প্রয়োজন হয় তখন তার জন্য যে চিকিৎসা দরকার এটা হলো মানবিক।