
আগামী ২৪ নভেম্বর দুই বাংলায় মুক্তি পাচ্ছে ওপার বাংলার জনপ্রিয় নায়ক জিত ও এপার বাংলার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিমের ‘মানুষ’ সিনেমা। বাংলাদেশ ও ভারতে একইদিনে মুক্তি পাবে সিনামাটি ।
সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার। এ ছাড়া সিনেমাটি আমদানি করে বাংলাদেশে মুক্তি দিচ্ছে জাজ মাল্টিমিডিয়া।
এর আগে গত ১৫ অক্টোবর সিনেমাটির টিজার মুক্তি পায়। টিজারে দেখা যায়, জিতের অ্যাকশন আর ইমোশন। শুরুতেই টাকার উপর হাত রেখে জিতের সংলাপ, ‘আই ডোন্ট কাউন্ট মানি। আই অনলি কাউন্ট লাইফ’ এরপর টাকার সুটকেস নিয়ে জিতের দ্রুত গতিতে হেঁটে যাওয়া, আর দুর্দান্ত অ্যাকশন।
টিজারে আরও দেখা যায়, বড় চুল, লম্বা দাড়িতে একেবারে অন্য লুকে জীতু কমলকে। পাশাপাশি ঢাকাই সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম ও টলিউডের অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়কেও এক ঝলক দেখা গেছে।
‘মানুষ’ সিনেমাটি প্রযোজনা করেছে জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড। এতে জিৎ ছাড়াও অভিনয় করেছেন জিতু কমল। ছবিটি নির্মাণ করেছেন বাংলাদেশের পরিচালক সঞ্জয় সমদ্দার।