
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন লেখেন। চঞ্চল চৌধুরী অভিনীত ‘পদাতিক’ সিনেমাটি তিনি দেখেছেন ।
ফারিণ আরও লেখেন, আমার প্রথম ছবি ‘আরো এক পৃথিবী’র প্রমোশনের জন্য যখন কলকাতা যাই তখন চঞ্চল চৌধুরী ভাই ‘পদাতিক’র শুটিং করছিলেন।
‘আর চঞ্চল ভাইকে এভাবে কখনও পর্দায় দেখা যায়নি। এটি চঞ্চল ভাইয়ের আরেকটি গ্রাউন্ড ব্রেকিং পারফরমেন্স। এমন তীক্ষ্ণ অভিনয় সচরাচর দেখা মেলে না। পুরো টিমকে সাধুবাদ। সিনেমাটি নতুন বছরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, অথচ আমার আর তর সইছে না।
জানা গেছে, মৃণাল সেন নির্মিত ‘পদাতিক’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৭৩ সালে। সেই একই নামে তার বায়োপিক নির্মাণ করছেন সৃজিত মুখার্জি। এ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। সিনেমায় মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় রয়েছেন কলকাতার মনামী ঘোষ।