
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের প্রেমের গুঞ্জন মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এবার বিষয়টি নিয়ে মিডিয়ায় এবার মুখ খুলেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস।
বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে প্রশ্ন করা হয় বুবলীর নতুন প্রেমের ফেসবুক স্ট্যাটাস প্রসঙ্গে। যে ফেসবুক স্ট্যাটাসে বলা হয়, জনপ্রিয় এক সংগীত বিশেষজ্ঞের সঙ্গে নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বুবলী। এমন প্রশ্ন শুনে প্রথমে এক রহস্যময় হাসি দেন অপু।
এরপরই উত্তরে অপু বলেন, ‘আমার যারা নিন্দুক আছেন তারা শুধু আমায় বলেন, আমি নাকি শুধুই হাসি। প্রথমেই আমি তাদের জানাতে চাই, হাসারও কিন্তু একটা ভাষা থাকে। এটা অনেকে বোঝেন না।’
বুবলীর নতুন প্রেমের স্ট্যাটাস প্রসঙ্গে অপু বলেন, ‘সম্প্রতি যিনি স্ট্যাটাস দিয়েছেন, তাকে আমি অনেক শ্রদ্ধা করি। কারণ, উনি অত্যন্ত হাই পারসোনালিটিসম্পন্ন একজন মানুষ। আর যাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন তার সম্পর্কে নতুন করে আমার মুখ দিয়ে কিছু বলার দরকার নেই। এটা দর্শক, আমার ভক্ত আর নিন্দুকেরা তো বুঝেই ফেলেছেন সত্যিটা কী?’