
গত ৪ নভেম্বর শনিবার সকালে গান বাংলা টেলিভিশন চেয়ারপারসন ফারজানা মুন্নীর একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। যেখানে লেখা ছিল, গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও গান বাংলা চ্যানেলের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের সঙ্গে তাঁর সংসার ভাঙতে চলেছে। আর ভাঙার পেছনে অনুঘটক হিসেবে কাজ করছেন আরেক অভিনেত্রী শবনম বুবলী। সকাল থেকে স্ট্যাটাসটি ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয় নানা আলোচনা।
তাপস বুবলির প্রেম নিয়ে মুন্নীর কথোপকথনের একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়েছে। যার অপরপ্রান্তে ছিলেন অভিনেত্রী অপু বিশ্বাস।
ফাঁস হওয়া অডিও রেকর্ডে মুন্নীকে সেই দিনের ঘটনার বর্ণনা দিতে শোনা যায়।
রেকর্ডটিতে সেই স্ট্যাটাসের সূত্র ধরে মুন্নীকে বলতে শোনা যায়, ‘রাত সাড়ে ৩টা থেকে দুপুর ৩টা পর্যন্ত একটা স্ট্যাটাস আমার ওয়ালে থাকল। আমার আর কিছু হ্যাক হলো না, একটা স্ট্যাটাস হ্যাক হলো? এটা হ্যাকার করছে? কী বলবো বলো অপু, আমি তো তাপসের সংসার করি। যখন তাপসের সঙ্গে পরিবার সবাই মিলে বসি তখন সবার অনুরোধে মেয়েদের পরামর্শে আইডি হ্যাক হওয়ার স্ট্যাটাস দেই।’
ওই অডিও রেকর্ডটিতে স্ট্যাটাসটি দেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘রাতে ভিডিওকলে বুবলিকে তাপসের অফিসে দেখি।
আমার মাথা তো ঠিক নেই, তাছাড়া বুবলি প্রতিদিন তাপসের অফিসে এসে বসে থাকেন রাত-বিরাতে। তাই রাগে স্ট্যাটাসটি দিয়েছিলাম। বুবলীকে আমি জিজ্ঞেস করি, তোমার কি লজ্জা লাগে না। তুমি জানো না আমি আর তাপস ম্যারিড। তুমি এখানে এসে বসে থাক। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের ক্ষতি করছো, তোমার খারাপ লাগে না। তখন বুবলী একটা হাসি দেয়। ওর হাসি দেখে ফেসবুকে লিখে ফেলেছি।
মুন্নীর দাবি, বুবলি এগুলো করছেন শাকিবের প্রতি প্রতিশোধ নিতে। শাকিব যখন অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগ শুরু করে তখন থেকে তাপসের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছেন বলে কল রেকর্ডটিতে তিনি দাবি করেছেন।
১৩ মিনিটের ওই ফোন কলে অপুর কোনো কথা অবশ্য শোনা যায়নি। ঘুরে ফিরে মুন্নীর কথাই এসেছে। কল রেকর্ডের বিষয়ে জানতে মুন্নীর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। এমনকি হোয়াটসএপে মেসেজ দিলেও সাড়া দেননি। বিষয়টা নিয়ে কথা বলেননি অপু বিশ্বাসও। তাই কল রেকর্ডটির সত্যতা নিশ্চিত করা যায়নি।