শামিকে বিশেষ বার্তা দিলেন মোদি

প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। এদিন ব্যক্তিগত অর্জনেও নিজেদের টেক্কা দিলেন কোহলি-শামিরা। ৫০ তম ওয়ানডে সেঞ্চুরিতে শচীনের সেঞ্চুরি মুকুট কেড়ে নেন বিরাট কোহলি। অন্যদিকে দুর্ধর্ষ শতরান করেছেন শ্রেয়াস আইয়ার। তবে শেষমেষ সব আলো যেন নিজের দিকেই কেড়ে নিলেন মোহাম্মদ সামি। বিধ্বংসী বোলিংয়ে সেমিফাইনালে ৭ উইকেট নিয়ে এক যুগ পর ভারতকে ফাইনালে তুলে দিয়েছেন ভারতীয় এই বলার।

চার বছর আগে ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিতে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। প্রতিশোধের লড়াইয়ে গতকাল নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে তৃতীয়বার বিশ্বজয়ী হওয়া থেকে আর মাত্র এক ম্যাচ দূরে ভারত। এমন সাফল্যের অন্যতম নায়ক শামি প্রশংসার বন্যায় ভাসছেন। এবার ভারতীয় এই পেসারকে অভিনন্দন জানালেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদি এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) এক পোস্টে লিখেছেন, ‘অনেকের ব্যক্তিগত পারফরম্যান্স সেমিফাইনালকে আরও বিশেষ করে তুলেছে। আজকের (গতকাল) ম্যাচ তো বটেই, পুরো বিশ্বকাপজুড়ে শামির অনবদ্য বোলিং ক্রিকেটবিশ্ব চিরকাল মনে রাখবে। অনবদ্য বোলিং শামি!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *